গোলশূন্য ড্র-তে শেষ হলো ফ্রান্স-বেলজিয়াম প্রথমার্ধ

3 months ago 42

শেষ ষোলো নিশ্চিত হওয়ার পর থেকেই এই দুই দলের লড়াই নিয়ে হচ্ছিল নানা আলোচনা। মাঠের খেলাতেও দুই দলের সেয়ানে সেয়ানে লড়াই দেখলো সবাই। নিজেদের গোলবারের যথেষ্ট নিরাপত্তা দিয়ে দারুণ খেলায় দর্শকদের মাতিয়ে রেখেছেন তারা। অবশেষে কিলিয়ান এমবাপে ও কেভিন ডি ব্রুইনাদের প্রথমার্ধের লড়াই শেষ হয়েছে গোলশূন্য ড্র অবস্থাতেই।

ম্যাচে আক্রমণের শুরুটা করে ফ্রান্স। দ্বিতীয় মিনিটের মাথায় আদ্রিয়ান রাবিওর ভলি শট লক্ষ্যভ্রষ্ট হয়ে বাইরে চলে যায়। ১০ মিনিটের মাথায় অ্যাটলেটিকো মাদ্রিদে খেলা অ্যান্টোনিও গ্রিজম্যান বাইরে থেকে শট নিলে সেটি ভালোভাবেই তালুবন্দি করেন বেলজিয়ামের গোলরক্ষক কোয়েন কাস্টিলস।

১৮ মিনিটে ফ্রান্সের মার্কাস থুরামের হেড চলে যায় গোলবারের বাইরে দিয়ে। ২৭ মিনিটে ডি-বক্সের ভেতর ফ্রান্সের ডিফেন্ডারের হাতে বল লাগলেও পেনাল্টির সিদ্ধান্ত দেননি রেফারি।

৩৪ মিনিটে কুন্ডের ক্রস থেকে থুরামের জোরালো হেড বাম গোলবারের বাইরে দিয়ে চলে যায়। বল দখলে বেশ এগিয়ে থাকে ফ্রান্স। অন্যদিকে মিস পাসের মহড়া দিয়ে বসে বেলজিয়াম।

৪০ মিনিটে সুয়ামেনির দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট হলে গোলশূন্য ড্র অবস্থাতেই শেষ হয় দুই দলের প্রথমার্ধের খেলা।

আরআর/এমএইচ/

Read Entire Article