গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশাচালকের মৃত্যু

21 hours ago 5

রাজধানীর হাজারীবাগ থানা কোম্পানি ঘাট এলাকার একটি ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিউর রহমান (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে।

রোববার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শফিউরকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী অলিউর রহমান বলেন, ভোরের দিকে গ্যারেজ থেকে অটোরিকশা বের করার সময় হঠাৎ বিদ্যুতের তারের সঙ্গে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এমআরএম/এমএস

Read Entire Article