গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড: ৩ ভাঁজ করা ফোন আনলো স্যামসাং

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হয়েছে বহুল আলোচিত প্রযুক্তি প্রদর্শনী সিইএস ২০২৬। এই আয়োজনেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে স্যামসাংয়ের প্রতীক্ষিত ট্রাই-ফোল্ড স্মার্টফোন গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড। আনুষ্ঠানিক উন্মোচনের আগেই ফোনটির প্রথম হাতেকলমে অভিজ্ঞতা পেয়েছেন প্রযুক্তিবিষয়ক গণমাধ্যম ম্যাশেবলের একজন সাংবাদিক। প্রতিবেদন অনুযায়ী, প্রযুক্তি বিশ্বে গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তিন ভাঁজের এই ফোনের নকশা এতদিন মূলত বিজ্ঞান কল্পকাহিনিতেই সীমাবদ্ধ ছিল বলে মনে করছেন অনেকেই। বিশ্লেষকদের মতে, এটি ভবিষ্যতের ফোল্ডেবল ডিভাইসের আদর্শ ফর্ম ফ্যাক্টরের সবচেয়ে কাছাকাছি উদাহরণ। একই সঙ্গে এটি অ্যাপলের জন্যও এক ধরনের বার্তা, কারণ এখনো বহুল আলোচিত আইফোন ফোল্ড বাজারে আনতে পারেনি প্রতিষ্ঠানটি। বর্তমানে গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড কেবল দক্ষিণ কোরিয়ায় সীমিত পরিসরে পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বাজারে ফোনটির আনুষ্ঠানিক মুক্তির সময়সূচি এখনো ঘোষণা করেনি স্যামসাং। তবুও ডিভাইসটি ঘিরে বিশ্বব্যাপী আগ্রহ কমেনি। ৪ জানুয়ারি লাস ভেগাসের উইন হোটেলে আয়োজিত ‘সিইএস ফার্স্ট লুক’ অনুষ্ঠানে স্যামসাং

গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড: ৩ ভাঁজ করা ফোন আনলো স্যামসাং

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হয়েছে বহুল আলোচিত প্রযুক্তি প্রদর্শনী সিইএস ২০২৬। এই আয়োজনেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে স্যামসাংয়ের প্রতীক্ষিত ট্রাই-ফোল্ড স্মার্টফোন গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড। আনুষ্ঠানিক উন্মোচনের আগেই ফোনটির প্রথম হাতেকলমে অভিজ্ঞতা পেয়েছেন প্রযুক্তিবিষয়ক গণমাধ্যম ম্যাশেবলের একজন সাংবাদিক।

প্রতিবেদন অনুযায়ী, প্রযুক্তি বিশ্বে গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তিন ভাঁজের এই ফোনের নকশা এতদিন মূলত বিজ্ঞান কল্পকাহিনিতেই সীমাবদ্ধ ছিল বলে মনে করছেন অনেকেই। বিশ্লেষকদের মতে, এটি ভবিষ্যতের ফোল্ডেবল ডিভাইসের আদর্শ ফর্ম ফ্যাক্টরের সবচেয়ে কাছাকাছি উদাহরণ। একই সঙ্গে এটি অ্যাপলের জন্যও এক ধরনের বার্তা, কারণ এখনো বহুল আলোচিত আইফোন ফোল্ড বাজারে আনতে পারেনি প্রতিষ্ঠানটি।

বর্তমানে গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড কেবল দক্ষিণ কোরিয়ায় সীমিত পরিসরে পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বাজারে ফোনটির আনুষ্ঠানিক মুক্তির সময়সূচি এখনো ঘোষণা করেনি স্যামসাং। তবুও ডিভাইসটি ঘিরে বিশ্বব্যাপী আগ্রহ কমেনি।

৪ জানুয়ারি লাস ভেগাসের উইন হোটেলে আয়োজিত ‘সিইএস ফার্স্ট লুক’ অনুষ্ঠানে স্যামসাং ২০২৬ সালের জন্য তাদের কৌশলগত দৃষ্টিভঙ্গি তুলে ধরে। প্রতিষ্ঠানটি জানায়, তারা ব্যবহারকারীদের জন্য ‘এআই-নির্ভর জীবনের সঙ্গী’ হতে চায়। এ লক্ষ্যে বিভিন্ন এআইচালিত টিভি, গৃহস্থালি পণ্য ও স্মার্ট হোম ডিভাইস প্রদর্শন করা হলেও উপস্থিত সাংবাদিক ও কনটেন্ট নির্মাতাদের প্রধান আকর্ষণ ছিল গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড।

গত ১২ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় সীমিত আকারে ফোনটির বিক্রি শুরু হয়। এর আগে জনপ্রিয় প্রযুক্তি রিভিউয়াররা নকশা ও ফিচার নিয়ে ধারণা দিলেও, সিইএস ছিল অনেকের জন্য ফোনটি সরাসরি ব্যবহার করার প্রথম সুযোগ।

ম্যাশেবলের প্রতিবেদনে বলা হয়, সম্পূর্ণ খোলা অবস্থায় ফোনটি বেশ পাতলা এবং এতে রয়েছে উজ্জ্বল অ্যামোলেড ডিসপ্লে। তবে তিন ভাঁজের এই ব্যতিক্রমী নকশা ব্যবহার করতে কিছুটা সময় নিয়ে অভ্যস্ত হতে পারে। ভাঁজ করা অবস্থায় এটি সাধারণ স্মার্টফোনের তুলনায় কিছুটা পুরু বলেও উল্লেখ করা হয়েছে।

এখনো গ্যালাক্সি জেড ট্রাইফোল্ডের মূল্য বা যুক্তরাষ্ট্রে মুক্তির নির্দিষ্ট তারিখ জানায়নি স্যামসাং। তবে ধারণা করা হচ্ছে, জানুয়ারি বা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে গ্যালাক্সি এস২৬ সিরিজের সঙ্গে ফোনটি উন্মোচন করা হতে পারে। সম্ভাব্য মূল্য ধরা হচ্ছে প্রায় ২ হাজার ৫০০ ডলার, যা একে স্যামসাংয়ের সবচেয়ে দামি স্মার্টফোনে পরিণত করবে।

প্রতিবেদন বলছে, প্রতিটি ট্রাইফোল্ড ফোন বিক্রিতে স্যামসাং লোকসান গুনছে। এ কারণে বিশ্লেষকদের মতে, আপাতত এটিকে একটি ‘প্রুফ অব কনসেপ্ট’ হিসেবেই দেখা হচ্ছে, যা গণমানুষের জন্য তৈরি গ্যালাক্সি জেড ফোল্ড ৭-এর মতো বাস্তবমুখী ডিভাইস নয়।

আরও পড়ুন
জরুরি কলে লাইভ ভিডিও শেয়ার করতে পারবেন অ্যান্ড্রয়েডে
চোখের পলকে ফোনের চার্জ শেষ হচ্ছে, সমাধান করুন নিজেই

সূত্র: ম্যাশেবল

শাহজালাল/কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow