বর্ণবাদ বিতর্কে তুরস্কের ফুটবল ফেডারেশন হোসে মরিনহোকে চার ম্যাচ নিষিদ্ধ ও জরিমানা করেছে। পর্তুগিজ কোচকে হুমকি দেয়া হয়েছিল মামলার। মরিনহোও দমে যাওয়াল মতো নন, উল্টো গ্যালাতাসারাই ক্লাবের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ফেনেরবাচ কোচ। চলতি বর্ণবাদ বিতর্কে কোচের পাশে থাকার ঘোষণা আগেই দিয়েছিল ফেনারবাচে। বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, ‘ব্যক্তিগত অধিকারের উপর আঘাত’ করায় গ্যালাতাসারাই ক্লাবের বিরুদ্ধে ১৯ […]
The post গ্যালাতাসারাইয়ের বিরুদ্ধে পাল্টা মামলা করলেন মরিনহো appeared first on চ্যানেল আই অনলাইন.