গ্যাস-বিদ্যুৎ সংকটে বন্ধ হচ্ছে কল-কারখানা

2 months ago 31

গ্যাস সংকট ও বিদ্যুৎ স্বল্পতায় ব্যাহত হচ্ছে মানিকগঞ্জের বিসিক শিল্পনগরীর কল-কারখানার উৎপাদন। এরইমধ্যে বন্ধ হয়ে গেছে ৯টি কারখানা। বাকিগুলোও বন্ধের উপক্রম।

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসট্যান্ড এলাকা থেকে চার কিলোমিটার পূর্বে সদর উপজেলার জাগীর ইউনিয়নে বিসিক শিল্পনগরীর অবস্থান। ১৯৮৮ সালে শিল্পের মাধ্যমে উন্নয়নকে এগিয়ে নিতে ১০.৪০ একর জমির ওপর ক্ষুদ্র ও কুটির শিল্পের যাত্রা শুরু হয়। একসময় এখানে ৭২টি কল-কারখানা থাকলেও নানা সংকটে এখন টিকে আছে মাত্র ২৪টি। এরমধ্যে আবার ৯টি বন্ধ আছে।

সরেজমিন দেখা যায়, শিল্পনগরীর প্রধান ফটকে নেই কোনো নিরাপত্তাকর্মী। শিল্পাঞ্চলের ভেতর দিয়েই আবাসিক এলাকার বাসিন্দারা যাতায়াত করছেন। বন্ধ হওয়া কারখানাগুলোর মূল ফটকে ঝুলছে তালা। কোনো কোনো কারখানা বেশ আগে বন্ধ হওয়ায় লতা-পাতা ও ময়লা-আবর্জনায় জরাজীর্ণ হয়ে পড়েছে।

jagonews24

ঢাকা ফুড প্রোডাক্টস লিমিটেডের সহকারী উৎপাদন ব্যবস্থাপক রবিউল ইসলাম বলেন, গ্যাসের তীব্র সংকট চলছে। রাতের বেলায় সামান্য পাওয়া গেলেও দিনের বেলায় থাকে না। আমাদের তো দিনের বেলায়ই গ্যাসটা প্রয়োজন। বিসিক ও তিতাস গ্যাস কর্তৃপক্ষকে বিষয়টি আমরা অনেকবার জানিয়েছি কিন্তু লাভ হয়নি।

ফ্যামিলি প্রোডাক্টস কোম্পানি লিমিটেডের সহকারী জেনারেল ম্যনেজার শাওন খান বলেন, ‘এই শিল্পাঞ্চলে কোনো নিরাপত্তা নেই। বহিরাগতরা যে কোনো সময় প্রবেশ করতে পারে। গ্যাস, বিদ্যুৎ ও পানি সংকটে প্রতিষ্ঠানগুলোর নাজুক অবস্থা। অনেকেই ব্যবসা না করতে পেরে চলে গেছেন। আমাদের কোম্পানিও লোকসানের মধ্যে আছে। কী হবে কিছুই জানি না।’

jagonews24

গ্যাস সংকট এবং বিদ্যুৎ স্বল্পতার বিষয়টি স্বীকার করে অতিরিক্ত দায়িত্বে থাকা শিল্পনগরী কর্মকর্তা আব্দুস সালাম বলেন, গ্যাস সমস্যাটার জন্য আমরা তিতাসের সঙ্গে অনেকবার বসেছি। তারা আমাদের এখানে একটা সাবস্টেশনও করে দিয়েছেন। তবুও গ্যাস সংযোগ দিতে পারছেন না। বিদ্যুতের বিষয়টি আগের চেয়ে তুলনামূলক উন্নত হয়েছে।

মানিকগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক শিমুল মশিউর বলেন, ‘উৎপাদনমুখী প্রতিষ্ঠানের প্রধান উপাদানই গ্যাস ও বিদ্যুৎ, যা বিসিকের কারখানাগুলো পাচ্ছে না। ফলে কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। চলমান ১৫টি কারখানাও যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে।’

jagonews24

এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মানিকগঞ্জ কার্যালয়ের ব্যবস্থাপক আতিকুল হক সিদ্দিকী জাগো নিউজকে বলেন, সামগ্রিক মানিকগঞ্জেই গ্যাসের সংকট। শিল্পপ্রতিষ্ঠান এবং শিল্পাঞ্চলকে বিশেষ গুরুত্ব দিয়ে সংকট নিরসনের কাজ চলছে।

এসআর/জেআইএম

Read Entire Article