গ্যাস বিল পরিশোধে উৎসে আয়কর কর্তনের হার ০.৬ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ২ শতাংশ।
সোমবার (৩০ জুন) তিতাস গ্যাস কর্তৃপক্ষের ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ) মো. আল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তিতাস জানায়, জাতীয় রাজস্ব বোর্ডের আইন অনুযায়ী গ্যাস বিতরণে নিযুক্ত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র গ্রাহক পর্যায়ে ২০২৫ সালের ১ জুলাই থেকে যে কোনো পরিমাণ গ্যাস বিল পরিশোধকালে বিলের বিপরীতে উৎসে আয়কর কর্তনের হার ২ শতাংশের পরিবর্তে ০.৬ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানায়, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১ জুলাই থেকে গ্রাহকের গ্যাস বিল পরিশোধকালে গ্যাস বিল থেকে ভ্যাট বাদ দিয়ে অবশিষ্ট অর্থের ওপর ০.৬ শতাংশ হারে উৎসে কর কর্তন করে সরকারি কোষাগারে জমা দিয়ে অবশিষ্ট অর্থ কোম্পানির ব্যাংক হিসাবে জমা করার জন্য কোম্পানির গ্রাহকদের অনুরোধ জানানো হলো।
এনএস/ইএ/জিকেএস