গ্রামীণ ব্যাংকের সামনে ককটেল, এলাকাজুড়ে আতঙ্ক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্রামীণ ব্যাংক শাখার সামনে থেকে ৪টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।   বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ থানা পুলিশ থেকে এ তথ্য জানানো হয়। এর আগে, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার কোমরপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে ব্যাংকটির সামনে থেকে ওই ককটেলগুলো উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে গ্রামীণ ব্যাংক কোমরপুর শাখার প্রধান ফটকের সামনে ককটেল সাদৃশ্য চারটি বস্তু পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে থানা পুলিশ ও র‌্যাবের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় র‍্যাব-১৩ রংপুরের বোমা নিষ্ক্রিয় দলের সিনিয়র এএসপি তরিকুল ইসলামের তত্ত্বাবধানে ডিএডি শামসুল হুদা ও সার্জেন্ট আব্দুল বারী ঘটনাস্থল থেকে ককটেলগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় সাময়িক আতঙ্ক সৃষ্টি হয়।   স্থানীয় মাসুদ রানা বলেন, ককটেল এভাবে রাস্তায় পড়ে থাকে, এতে তো আমরা ভয় পেয়েছি এবং এলাকাবাসীর মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রশাসনের কাছে এ ঘটনার সঙ্

গ্রামীণ ব্যাংকের সামনে ককটেল, এলাকাজুড়ে আতঙ্ক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্রামীণ ব্যাংক শাখার সামনে থেকে ৪টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।  

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ থানা পুলিশ থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার কোমরপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে ব্যাংকটির সামনে থেকে ওই ককটেলগুলো উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে গ্রামীণ ব্যাংক কোমরপুর শাখার প্রধান ফটকের সামনে ককটেল সাদৃশ্য চারটি বস্তু পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে থানা পুলিশ ও র‌্যাবের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়।

এ সময় র‍্যাব-১৩ রংপুরের বোমা নিষ্ক্রিয় দলের সিনিয়র এএসপি তরিকুল ইসলামের তত্ত্বাবধানে ডিএডি শামসুল হুদা ও সার্জেন্ট আব্দুল বারী ঘটনাস্থল থেকে ককটেলগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় সাময়িক আতঙ্ক সৃষ্টি হয়।  

স্থানীয় মাসুদ রানা বলেন, ককটেল এভাবে রাস্তায় পড়ে থাকে, এতে তো আমরা ভয় পেয়েছি এবং এলাকাবাসীর মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রশাসনের কাছে এ ঘটনার সঙ্গে জড়িতদের বের করার দাবি জানাচ্ছি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কালবেলাকে বলেন, আইনগত প্রক্রিয়া শেষ হলে ককটেলগুলো নিষ্ক্রিয় করা হবে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। পরবর্তীতে শনাক্তকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow