গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশনের ঘেরে ফের ডাকাতি

2 months ago 87
কক্সবাজারের চকরিয়ায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশনের ঘেরে ফের ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় চার ঘের কর্মচারীকে পিটিয়ে আহত করেছে ডাকাতরা।  মঙ্গলবার (১০ জুন) রাত ৩টার দিকে চিংড়ি জোনের রামপুর মৌজায় ৩০০ একর আয়তনের ঘেরে এ ডাকাতির ঘটনাটি ঘটে। আহতরা হলেন- মসজিদের ইমাম মোজাম্মেল হক, কর্মচারী নাসির উদ্দিন, মো. মোজাম্মেল ও মো. মিজান। এসময় ডাকাত দল খামার অফিসের সব কর্মকর্তা-কর্মচারীকে জিম্মি করে বিক্রির জন্য প্যাকেট করা বাগদা, কোরাল, বাটাসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৫০ হাজার টাকার মাছ লুট ও ঘের কর্মচারীদের হাতে থাকা দুটি মোবাইল ও ৬টি টর্চলাইটও লুট করে নিয়ে যায়। ডাকাতির বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশনের খামার ব্যবস্থাপক উৎপল কান্তি চৌধুরী। তিনি বলেন, রাত ৩টার দিকে সশস্ত্র ৭-৮ জন ডাকাত আমাদের খামার অফিস এলাকায় ঢুকে পড়ে। ডাকাত দল যখন মাছ লুট করছিল, তখন কর্মকর্তা-কর্মচারীরা বাধা দিলে তাদের মারধর করা হয়। উৎপল আরও জানান, এর আগে ২০২১ সালের ৫ জুলাই ও ২০২৪ সালের ৩ জুন দুই দফা ঘেরটি দখলে নিয়েছিল কক্সবাজার-১ আসনের সাবেক সাংসদ জাফর আলম -এর সশস্ত্র সন্ত্রাসী ক্যাডার বাহিনী। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সন্ত্রাসীরা ঘের ছেড়ে পালিয়ে গেলে গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশন কর্তৃপক্ষ আবার মাছ চাষ শুরু করে। সন্ত্রাসীদের দখলের ঘটনায় ২০২১ সালে চকরিয়া থানায় মামলা করা হয়েছিল। মামলাটি চলমান রয়েছে। এ বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম কালবেলাকে বলেন, লিখিত কোনো অভিযোগ না পেলেও খামার ব্যবস্থাপকের মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত এজাহার জমা দিলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
Read Entire Article