গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেল সুনিভার্স ফুটওয়্যার

2 months ago 6

গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড বা পরিবেশবান্ধব কারখানার পুরস্কার পেয়েছে এনপলি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সুনিভার্স ফুটওয়্যার লিমিটেড।

মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অদিতি সোনিয়া মনসুরের হাতে এ পুরস্কার তুলে দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

পরিবেশবান্ধব ও টেকসই শিল্পায়নে অসাধারণ অবদানের জন্য এ পুরস্কার অর্জন করেছে সুনিভার্স ফুটওয়্যার লিমিটেড। এই অর্জন শুধু একটি পুরস্কার নয় বরং পরিবেশসম্মত, দায়িত্বশীল ও টেকসই শিল্প গড়ে তোলার প্রতিশ্রুতির বাস্তব রূপ।

আরও পড়ুন

২০১৪ সালে প্রতিষ্ঠিত শতভাগ রপ্তানিমুখী এই সিনথেটিক ফুটওয়্যার শিল্পপ্রতিষ্ঠানটি দেশের প্রথম লিড-গোল্ড (LEED-Gold) সনদপ্রাপ্ত কারখানা হিসেবে স্বীকৃতি পায়। বর্তমানে ময়মনসিংহের ভালুকায় অবস্থিত সবুজে ঘেরা এই কারখানায় ২৭৭ জন শ্রমিক কর্মরত।

প্রতিষ্ঠানটিতে রয়েছে শিশু পরিচর্যা কেন্দ্র, মেডিকেল সেন্টার, প্রশিক্ষণ ব্যবস্থা, পরিচ্ছন্ন ক্যান্টিন, ফায়ার সেফটি, নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থাসহ শ্রমিকদের জন্য সর্বোচ্চ কল্যাণ সুবিধা।

নিজস্ব প্রোডাক্ট উন্নয়ন কেন্দ্রের মাধ্যমে ক্রেতা চাহিদা পূরণে সক্ষম এই প্রতিষ্ঠান উদীয়মান ‘গ্রিন ফ্যাক্টরি’ হিসেবে দেশের ফুটওয়্যার শিল্পে একটি উদাহরণ সৃষ্টি করেছে।

বিএ/এমএস

Read Entire Article