গ্রুপ চ্যাট চালু করলো চ্যাটজিপিটি, জানুন ব্যবহার
আলোচিত এআই চ্যাটবট চ্যাটজিপিটি এবার নতুন সুবিধা চালু করছে। তাতে নতুনভাবে যুক্ত হলো গ্রুপ চ্যাট। ওপেন এআই জানিয়েছে, এই ফিচারের মাধ্যমে একজন ব্যবহারকারী তার আলোচনায় ২০ জনকে যোগ করতে পারবেন। অর্থাৎ ২০ জন পর্যন্ত একটি গ্রুপ চ্যাটে কথোপথনে অংশ নিতে পারবেন। দ্য ভার্জ-এর বরাতে জানা যায়, এটি বৈশ্বিকভাবে সব লগইন করা ব্যবহারকারীর জন্য এখন উন্মুক্ত। ভ্রমণ পরিকল্পনা, ডিনারের আয়োজন, প্রজেক্টের খসড়া তৈরি বা যে কোনো যৌথ কাজ সহজ করতে গ্রুপ চ্যাট উপকারী হবে। চ্যাটজিপিটি স্বয়ংক্রিয়ভাবে কথোপকথনের প্রবাহ বুঝে কখন কথা বলবে এবং কখন নীরব থাকবে তা নির্ধারণ করবে। চাইলে কথপোকথনে ‘ChatGPT’ উল্লেখ করলে বট সরাসরি হাজিরও হবে ওই চ্যাটে। কীভাবে করবেন? গ্রুপ চ্যাট ব্যবহারের সহজ টিপস: চ্যাটজিপিটিতে প্রবেশ করে অ্যাপের ডান দিকে থাকা ‘পিপল’ আইকনে ক্লিক করে গ্রুপ চ্যাট তৈরি করা যাবে। বিদ্যমান চ্যাট কপি করে অন্যদের আমন্ত্রণ জানানোর সুযোগ রয়েছে। প্রথমবার গ্রুপ চ্যাট তৈরি বা যোগ দেওয়ার সময় ব্যবহারকারীকে নাম, ইউজারনেম ও ছবি সেট করতে বলা হবে। গ্রুপ চ্যাটে ইমোজি রিয়্যাকশন, সদস্য যুক্ত করা-বাদ দেওয়া, নোটিফিকেশন মিউট করা এবং চ্যাট
আলোচিত এআই চ্যাটবট চ্যাটজিপিটি এবার নতুন সুবিধা চালু করছে। তাতে নতুনভাবে যুক্ত হলো গ্রুপ চ্যাট। ওপেন এআই জানিয়েছে, এই ফিচারের মাধ্যমে একজন ব্যবহারকারী তার আলোচনায় ২০ জনকে যোগ করতে পারবেন। অর্থাৎ ২০ জন পর্যন্ত একটি গ্রুপ চ্যাটে কথোপথনে অংশ নিতে পারবেন।
দ্য ভার্জ-এর বরাতে জানা যায়, এটি বৈশ্বিকভাবে সব লগইন করা ব্যবহারকারীর জন্য এখন উন্মুক্ত। ভ্রমণ পরিকল্পনা, ডিনারের আয়োজন, প্রজেক্টের খসড়া তৈরি বা যে কোনো যৌথ কাজ সহজ করতে গ্রুপ চ্যাট উপকারী হবে। চ্যাটজিপিটি স্বয়ংক্রিয়ভাবে কথোপকথনের প্রবাহ বুঝে কখন কথা বলবে এবং কখন নীরব থাকবে তা নির্ধারণ করবে। চাইলে কথপোকথনে ‘ChatGPT’ উল্লেখ করলে বট সরাসরি হাজিরও হবে ওই চ্যাটে।
কীভাবে করবেন?
গ্রুপ চ্যাট ব্যবহারের সহজ টিপস:
চ্যাটজিপিটিতে প্রবেশ করে অ্যাপের ডান দিকে থাকা ‘পিপল’ আইকনে ক্লিক করে গ্রুপ চ্যাট তৈরি করা যাবে। বিদ্যমান চ্যাট কপি করে অন্যদের আমন্ত্রণ জানানোর সুযোগ রয়েছে। প্রথমবার গ্রুপ চ্যাট তৈরি বা যোগ দেওয়ার সময় ব্যবহারকারীকে নাম, ইউজারনেম ও ছবি সেট করতে বলা হবে।
গ্রুপ চ্যাটে ইমোজি রিয়্যাকশন, সদস্য যুক্ত করা-বাদ দেওয়া, নোটিফিকেশন মিউট করা এবং চ্যাটজিপিটির জন্য বিশেষ নির্দেশনা যোগ করার সুবিধাও দেওয়া হয়েছে।
ওপেন এআই জানায়, ব্যক্তিগত চ্যাটে থাকা কোনো মেমোরি গ্রুপ চ্যাটে ব্যবহার হবে না, আবার গ্রুপ চ্যাট থেকেও নতুন মেমোরি তৈরি করবে না বটটি। গ্রুপ চ্যাটে উত্তর দিতে চ্যাটজিপিটি ব্যবহার করছে জিপিটি-৫.১ অটো মডেল।
গ্রুপ চ্যাট তৈরি করবেন যেভাবে:
অ্যাপের ওপরের ডান কোণে থাকা ‘People’ আইকন চাপুন ‘Create group chat’ নির্বাচন করুন। চ্যাটটি কপি হয়ে নতুন গ্রুপ তৈরি হবে।
সদস্য যোগ করতে:
গ্রুপ চ্যাট লিংক কপি করে পাঠিয়ে দিন। তারা লিংকের মাধ্যমে সরাসরি যোগ দিতে পারবে।
ওপেন এআই মনে করছে, নতুন এই ফিচার সহযোগিতা ও দলগত কাজকে আরও গতিশীল করবে।
শাহজালাল/আরএমডি/জেআইএম
What's Your Reaction?