গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে রিয়াল, সঙ্গী আল হিলাল

2 months ago 6

অস্ট্রিয়ান ক্লাব আরবি সালজবুর্গকে ৩-০ গোলে হারিয়ে এইচ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে রিয়াল মাদ্রিদ। একই দিনে গ্রুপের অন্য ম্যাচে পাচুকাকে ২-০ ব্যবধানে হারিয়ে রানার্স আপ দল হিসেবে শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে আল হিলাল।

বাংলাদেশ সময় আজ শুক্রবার সকালে শুরু থেকেই জমে ওঠে রিয়াল-সালজবুর্গ লড়াই। আক্রমণের দিক থেকে দু'দলই ছিল কাছাকাছি। কিন্তু রিয়াল ৩ গোল করলেও ভালো ফিনিশিংয়ের অভাবে খালি হাতে ফিরতে হয়েছে সালজবুর্গকে।

রিয়ালের হয়ে প্রথম গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচের ৪০ মিনিটে জুড বেলিংহ্যামের অ্যাসিস্টে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেন ব্রাজিলিয়ান তারকা।

৪ মিনিটের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। প্রধমার্ধের অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে (৪৫+৩) স্প্যানিশ লা লিগার ক্লাবটির হয়ে দ্বিতীয় গোল করেন ফেডেরিকো ভালভার্দে। উরুগুয়ে তারকাকে দিয়ে গোল করান ভিনিসিয়ুস।

শেষ গোলটি রিয়ালকে এক রকম উপহারই দিয়েছে সালজবুর্গ। গোলের জন্য মরিয়া হয়ে ওপরে উঠে এসেছিলেন রক্ষণভাগের খেলোয়াড়রাও। এরইমধ্যে কাউন্টার অ্যাটাকে যায় রিয়াল। এরপর আরও একটি ভুল করেন রক্ষণভাগের এক খেলোয়াড়। বল পেয়েও নিয়ন্ত্রণ নিতে পারেননি তিনি। তার কাছ থেকে বল কেড়ে নিয়ে গোল করেন গঞ্জালো গার্সিয়া।

শেষ ষোলোতে জি-গ্রপের রানার্স আপ জুভেন্টাসের মুখোমুখি হবে রিয়াল। আর আল হিলাল মোকাবেলা করবে ম্যানচেস্টার সিটির।

এমএইচ/জিকেএস

Read Entire Article