গ্রেপ্তারের পর পুলিশকে যে ভয়ের কথা জানালেন তৌহিদ আফ্রিদি
বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (২৪ আগস্ট) রাতে বরিশালে এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দীন খান।
গ্রেপ্তারের সময় তৌহিদ আফ্রিদি পুলিশের উদ্দেশে বলেন, আমি পালবো না, কোরআনের কসম। আমি ওমরা হজ করছি।
তিনি আরও বলেন,
আমি শুধু আমার স্ত্রীকে নিয়ে ভয় পাচ্ছি, কারণ সে ছয় মাসের প্রেগন্যান্ট।