গ্রেফতারের পর পদও হারালেন নিউটন

5 months ago 69

নারী ক্রীড়াবিদকে প্রশিক্ষণের নামে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশেনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটনকে অব্যাহতি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। রোববার নিউটনকে অব্যাহতি দিয়ে অ্যাসোসিয়েশনের সভাপতিসহ সংশ্লিষ্টদের অবহিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। ১৮ মে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিউটনের বিরদ্ধে অভিযোগ, তিনি একজন নারী জুজুৎসু ক্রীড়াবিদকে জোরপূর্বক ধর্ষণের পর ছবি ও ভিডিও তোলেন। সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বারবার তাকে ধর্ষণ করেন।

নারী ক্রীড়াবিদদের মারধর করে অনৈতিক কাজে লিপ্ত হতে বাধ্য করার এবং অপ্রাপ্তবয়স্ক কিশোরীর গর্ভপাত করানোর মতো ভয়ংকর অভিযোগও পাওয়া গেছে তার বিরুদ্ধে। এসব অপকর্মের অসংখ্য প্রমাণ, আপত্তিকর ছবি এবং অডিও রেকর্ড পেয়েছে কর্তৃপক্ষ।

অনুশীলনের আগে মেয়েদের পোশাক পরিবর্তনের কক্ষে ধর্ষণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সোনাজয়ী ক্রীড়াবিদসহ একাধিক নারী খেলোয়াড়কে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের মতো ঘৃণিত অপরাধে জড়িত তিনি। জুজুৎসুর আরেক নারী খেলোয়াড়ের বিরুদ্ধে নিউটনকে সহযোগিতার অভিযোগও রয়েছে ।

আরআই/আইএইচএস/

Read Entire Article