গড়াই নদী থেকে গলা কাটা লাশ উদ্ধার

1 day ago 4

রাজবাড়ীর বালিয়াকান্দির গড়াই নদীর চর থেকে উৎপল বিশ্বাস (৫০) নামের এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জঙ্গল ইউনিয়নের গড়াই নদী থেকে নৌ-পুলিশ ও বালিয়াকান্দি থানা পুলিশ এ লাশ উদ্ধার করে।

উৎপল বিশ্বাস জঙ্গল ইউনিয়নের পুষআমলা গ্রামের বীরেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে।

জানা য়ায়, উপজেলার জঙ্গল ইউনিয়নে পুষআমলা গ্রামে গড়াই নদীর মাঝে চরে আটকে থাকা একজনের লাশ দেখতে পেয়ে বালিয়াকান্দি থানা ও পার্শ্ববর্তী মাগুরা জেলার শ্রীপুর থানাকে খবর দেয়। লাশটি বালিয়াকান্দি মৌজার মধ্যে পাওয়া যাওয়ায় বালিয়াকান্দি থানা পুলিশ নৌ-পুলিশের সহযোগিতায় উদ্ধার করে।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি রাতে উৎপল বিশ্বাস জঙ্গল বাজারে নামযজ্ঞ দেখতে বাড়ি থেকে বের হয়। রাতে আর বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে আসছিল। 

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, উৎপল বিশ্বাস নামের একজনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিবারের লোকজন লাশ শনাক্ত করেছে। নৌ-পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

Read Entire Article