বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের স্ত্রী ঝর্ণা রায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা। গয়েশ্বর চন্দ্র রায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা।
রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক শচীন্দ্র নাথ বাড়ৈ প্রেরিত এক শোকবার্তায় সংগঠনের শীর্ষ নেতৃদ্বয় ঝর্ণা রায়ের আত্মার চিরশান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
ঝর্ণা রায় রোববার বিকেল ৪টায় বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওঁ দিব্যান লোকান্ স গচ্ছতু। তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে স্বামী, দুই মেয়ে, এক ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ঝর্ণা রায়।