ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে বুধবার (২৪ ডিসেম্বর) ভোর পৌনে ৬টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। এতে নদী পারাপারে আসা যাত্রী ও বিভিন্ন ধরনের যানবাহনগুলো দুর্ভোগে পড়েছে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, ভোররাত থেকে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পায় এবং নৌপথে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। ফলে নৌ পথের মার্কিং বাতিগুলো অস্পষ্ট হয়ে পড়ে। তিনি জানান, সম্ভাব্য নৌ দুর্ঘটনা এড়াতে নিরাপত্তার স্বার্থে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে এলে পরিস্থিতি বিবেচনা করে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হবে। এদিকে ব্যস্ততম এই নৌরুটে হঠাৎ ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পণ্যবাহী ট্রাক, বাস, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় আটকা পড়েছে।

ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে বুধবার (২৪ ডিসেম্বর) ভোর পৌনে ৬টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। এতে নদী পারাপারে আসা যাত্রী ও বিভিন্ন ধরনের যানবাহনগুলো দুর্ভোগে পড়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, ভোররাত থেকে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পায় এবং নৌপথে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। ফলে নৌ পথের মার্কিং বাতিগুলো অস্পষ্ট হয়ে পড়ে।

তিনি জানান, সম্ভাব্য নৌ দুর্ঘটনা এড়াতে নিরাপত্তার স্বার্থে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

কুয়াশার ঘনত্ব কমে এলে পরিস্থিতি বিবেচনা করে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

এদিকে ব্যস্ততম এই নৌরুটে হঠাৎ ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পণ্যবাহী ট্রাক, বাস, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় আটকা পড়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow