ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

2 months ago 25

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে আটকা পড়েছে ছোট-বড় সাতটি ফেরি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। 

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, সোমবার মধ্যরাত ৩টা থেকে কুয়াশার কারণে এ নৌরুটগুলোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। ভোর ৫টার দিকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। পরে সকাল ৬টার দিকে দুর্ঘটনা এড়াতে নৌরুটগুলোতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এ সময় মাঝ নদীতে আটকে পড়েছে ছোট-বড় সাতটি ফেরি।

দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার ভোর সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

Read Entire Article