ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে যাত্রী নিহত

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। শুক্রবার (৯ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা রেলওয়ে স্টেশন এলাকার ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।  হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোরে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। ঘন কুয়াশার কারণে বাসচালক ট্রাকটিকে শনাক্ত করতে না পারায় দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে বাসের ভেতরে থাকা এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং আরও কয়েকজন যাত্রী আহত হন। খবর পেয়ে শ্রীনগর ও সিরাজদীখান ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, হতাহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত

ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে যাত্রী নিহত

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

শুক্রবার (৯ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা রেলওয়ে স্টেশন এলাকার ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। 

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোরে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। ঘন কুয়াশার কারণে বাসচালক ট্রাকটিকে শনাক্ত করতে না পারায় দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে বাসের ভেতরে থাকা এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং আরও কয়েকজন যাত্রী আহত হন।

খবর পেয়ে শ্রীনগর ও সিরাজদীখান ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, হতাহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, নিহতের মরদেহ বর্তমানে থানায় রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow