ঘন কুয়াশায় ঢাকায় নামতে পারেনি ৯ আন্তর্জাতিক ফ্লাইট

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত ৯টি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করতে পারেনি। রানওয়ে দৃশ্যমান না থাকায় নিরাপত্তাজনিত কারণে এসব ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কুয়াশার কারণে ৪টি ফ্লাইট চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে, ৪টি ফ্লাইট ভারতের কলকাতা বিমানবন্দরে এবং ১টি ফ্লাইট থাইল্যান্ডের ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করে। এসএম রাগীব সামাদ আরও বলেন, আবহাওয়া স্বাভাবিক হলে সকাল ৯টার পর থেকে বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিকভাবে শুরু হয়। ডাইভারশন হওয়া ফ্লাইটগুলোকে ঢাকায় ফিরিয়ে আনার প্রক্রিয়াও শুরু হয়েছে। এদিকে রাজধানী ঢাকাসহ সারাদেশে কয়েকদিন ধরেই শীত ও ঘন কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। আজ সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের আবহাওয়ায় শীত ও কুয়াশার প্রভাব অব্যাহত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে

ঘন কুয়াশায় ঢাকায় নামতে পারেনি ৯ আন্তর্জাতিক ফ্লাইট

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত ৯টি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করতে পারেনি। রানওয়ে দৃশ্যমান না থাকায় নিরাপত্তাজনিত কারণে এসব ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুয়াশার কারণে ৪টি ফ্লাইট চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে, ৪টি ফ্লাইট ভারতের কলকাতা বিমানবন্দরে এবং ১টি ফ্লাইট থাইল্যান্ডের ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করে।

এসএম রাগীব সামাদ আরও বলেন, আবহাওয়া স্বাভাবিক হলে সকাল ৯টার পর থেকে বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিকভাবে শুরু হয়। ডাইভারশন হওয়া ফ্লাইটগুলোকে ঢাকায় ফিরিয়ে আনার প্রক্রিয়াও শুরু হয়েছে।

এদিকে রাজধানী ঢাকাসহ সারাদেশে কয়েকদিন ধরেই শীত ও ঘন কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। আজ সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের আবহাওয়ায় শীত ও কুয়াশার প্রভাব অব্যাহত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দিনগুলোতে সারাদেশে তাপমাত্রা আরও কমতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow