ঘন কুয়াশায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, হেলপার নিহত

4 weeks ago 23
বগুড়ায় ঘন কুয়াশায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকের সহকারী শাহাফুর রহমান নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (৩১ জানুয়ারি) ভোরে নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাসস্ট্যান্ডে বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাফুর রহমান ট্রাকচালকের সহকারী ও যশোর জেলা রোড এলাকার মাসুদ মণ্ডলের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নাটোরের দিক থেকে মাছবাহী একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। অপরদিকে বগুড়ার দিক থেকে বালুবাহী একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঘন কুয়াশার কারণে রনবাঘা বাসস্ট্যান্ডে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাছবাহী ট্রাকের চালকের সহকারী নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।  নন্দীগ্রামের কুন্দারহাট হাইওয়ে থানার ওসি মোনোয়ারুজ্জামান বলেন, ঘন কুয়াশাই দুর্ঘটনার মূল কারণ। মরদেহ থানাতেই আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Read Entire Article