ঘন কুয়াশায় পৃথক স্থানে দুর্ঘটনার কবলে ৭ অটোরিকশা

কুমিল্লা নগরীর বিভিন্ন সড়কে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সাতটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। যাদের মধ্যে কয়েকজন নারী ও শিশু রয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে ৫টি অটোরিকশা ও ২টি মিশুক রয়েছে। বুধবার (৭ জানুয়ারি) ভোর সাড়ে ৬টা থেকে সকাল ৮টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোর থেকে এসব দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আহত কালিয়াজুড়ি এলাকার রবিউল ইসলাম কালবেলাকে বলেন, প্রতিদিন ভোরে ফেনী কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে আমাকে বের হতে হয়। কয়েকদিন ধরেই ঘন কুয়াশায় আচ্ছাদিত থাকে চারদিক। আজ সকাল সাড়ে ৭টায় নগরীর ফৌজদারি চৌমুহনী মোড়ে এলে আমাদের অটোরিকশাটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে আমিসহ ৯ জন যাত্রী আহত হই।  তিনি আরও বলেন, শাসনগাছা থেকে ছেড়ে আসা এসব পরিবহন নগরীর চকবাজার যাচ্ছিল। ফৌজদারি মোড়ে কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ফৌজদারি চৌমুহনীর চতুর্মুখী মোড়ে অটোরিকশাগুলো একে অন্যকে ধাক্কা দেয়। কুমিল্লা ন

ঘন কুয়াশায় পৃথক স্থানে দুর্ঘটনার কবলে ৭ অটোরিকশা

কুমিল্লা নগরীর বিভিন্ন সড়কে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সাতটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। যাদের মধ্যে কয়েকজন নারী ও শিশু রয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে ৫টি অটোরিকশা ও ২টি মিশুক রয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) ভোর সাড়ে ৬টা থেকে সকাল ৮টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোর থেকে এসব দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আহত কালিয়াজুড়ি এলাকার রবিউল ইসলাম কালবেলাকে বলেন, প্রতিদিন ভোরে ফেনী কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে আমাকে বের হতে হয়। কয়েকদিন ধরেই ঘন কুয়াশায় আচ্ছাদিত থাকে চারদিক। আজ সকাল সাড়ে ৭টায় নগরীর ফৌজদারি চৌমুহনী মোড়ে এলে আমাদের অটোরিকশাটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে আমিসহ ৯ জন যাত্রী আহত হই। 

তিনি আরও বলেন, শাসনগাছা থেকে ছেড়ে আসা এসব পরিবহন নগরীর চকবাজার যাচ্ছিল। ফৌজদারি মোড়ে কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ফৌজদারি চৌমুহনীর চতুর্মুখী মোড়ে অটোরিকশাগুলো একে অন্যকে ধাক্কা দেয়।

কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের ট্রাফিক পুলিশের পরিদর্শক আমিরুল কবির বলেন, দুর্ঘটনার খবর শুনেছি, তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। আহত কয়েকজন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, শীত মৌসুমে ঘন কুয়াশার সময় সবাইকে সতর্কভাবে গাড়ি চালাতে হবে। জরুরি প্রয়োজনে সড়কে বাড়তি নজরদারির ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow