ঘনিষ্ঠ দৃশ্যে সুস্মিতাকে আপত্তিকর স্পর্শ, অতঃপর

3 months ago 34

১৯৯৪ সালে মিস ইউনিভার্সের মুকুট জিতে ভারতের নাম উজ্জ্বল করেছিলেন সুস্মিতা সেন। বলিউডে ঝলমলে যাত্রা, একের পর এক সিনেমায় সফল উপস্থিতি, আর ব্যক্তিত্বে তিনি জয় করেছিলেন লক্ষ-কোটি হৃদয়। কিন্তু রূপ-গুণের আভা ঢাকা দিতে পারেনি বাস্তবের এক ভয়ংকর অভিজ্ঞতাকে। অভিনেত্রী এবার নিজেই ফাঁস করলেন, সহঅভিনেতার হাতে যৌন হেনস্থার শিকার হওয়ার বিষয়টি।

ভারতীয় এক গণমাধ্যমে অভিনেত্রী জানান, সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন সুস্মিতা। সেই সহঅভিনেতা নাকি আপত্তিকর ভঙ্গিতে স্পর্শ করেছিলেন তাকে। ২০০৬ সালে একটি ছবির শুটিংয়ে অভিনয় করতে গিয়ে এই অভিজ্ঞতা হয়েছিল সুস্মিতার।

সুস্মিতার অভিযোগ, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে নাকি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন সেই অভিনেতা। তার খেয়াল ছিল না, শুটিং হচ্ছে। সঙ্গে সঙ্গে সেই ঘর থেকে বেরিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। অভিনেত্রীর দাবি ছিল, অভিনেতা তাকে আপত্তিকর ভঙ্গিতে স্পর্শ করেছেন। যদিও সেই অভিনেতা জানিয়েছিলেন, তিনি ইচ্ছাকৃত কিছু করেননি। ভুল বোঝাবুঝির কারণে সুস্মিতার এমন মনে হয়েছে।

সহঅভিনেতার আচরণের কথা ছবির পরিচালককেও জানিয়েছিলেন সুস্মিতা। 

সেসময় পরিচালক সুস্মিতাকে বুঝিয়ে বলেছিলেন, নেহাতই ভুল বোঝাবুঝির কারণ এমন কিছু ঘটেছে। সুস্মিতাও যেন  আর এক বার বিবেচনা করে দেখেন এবং অভিনেতার সঙ্গে সবটা মিটমাট করে নেন।

এদিকে এই ছবিতে অন্য এক অভিনেতার সঙ্গে চুম্বনদৃশ্য ছিল সুস্মিতার। ছবির প্রচারের সময়ে সেই অভিনেতা সব জায়গায় গিয়ে বলেছিলেন, এই দৃশ্যের জন্য নাকি ৩৬টি টেক দিতে হয়েছিল তাদের। এর পরে ফের চটে যান সুস্মিতা।

Read Entire Article