রাস্তার পাশে বাড়ি হলে সবচেয়ে বড় সমস্যা হল ধুলাবালি। নিয়মিত ঝাড়ু দিয়েও ধুলা জমতেই থাকে। শুরু নোংরা নয়, প্রতিদিনের ব্যবহৃত জিনিসপত্রে ধুলার আস্তরণ পড়ে বিভিন্ন রোগও হতে পারে। তাই রাস্তার পাশে বাড়ি হলে ঘর পরিষ্কারে বেশি সর্তক থাকতে হবে।
একটু বাড়তি সতর্কতা আপনার ঘরে ধুলাবালি নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। আসুন জেনে নেওয়া যাক ঘরের ধুলাবালি কীভাবে কমাবেন-
১. এয়ার পিউরিফায়ার ব্যবহার
ধুলাবালি, রাসায়নিক, বিষাক্ত কণা থেকে বাঁচতে ঘরে এয়ার পিউরিফায়ার ব্যবহার করা জরুরি। এয়ার পিউরিফায়ার বাতাসে থাকা ধুলা ও ক্ষতিকর কণা আটকে ঘরকে পরিষ্কার রাখে। এটি ব্যবহারে ঘর থাকে ধুলামুক্ত। এছাড়া যাদের হাঁপানি বা শ্বাসকষ্ট ও ডাস্ট এলার্জি আছে, তাদের জন্য এয়ার পিউরিফায়ার খুব উপকারী।
২. নিয়মিত এসির ফিল্টার পরিষ্কার করা
ঘরে এসি থাকলে অবশ্যই এসির ফিল্টার পরিষ্কার করতে হবে। রাস্তার পাশে বাড়ির হওয়ার কারণে ধুলাবালি বেশি হয়। এই ধুলাবালিই এসির ফিল্টারকে দ্রুত নোংরা করে। নোংরা ফিল্টার ব্যবহারে অসুখ-বিসুখ হতে পারে।
৩. ভারী পর্দার ব্যবহার
জানালায় ভারী পর্দা ব্যবহার করতে পারেন। এতে বাইরে থেকে আসা ধুলা পর্দা শুষে নেবে। এছাড়া ভারী পর্দার কারণে ঘরের বাতাসে ধুলা ছড়াবে না, আবার ধুলাবালি ঘরে ঢোকার পথেও বাধা দেবে।
৪. নিয়মিত পরিষ্কার করা
কার্পেট, পাপোশ ও শতরঞ্জিতে ধুলাবালি আটকিয়ে থাকে। এগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করলে কষ্ট কম হবে। যদি ভ্যাকুয়াম ক্লিনার না থাকে, তাহলে সপ্তাহে একবার কার্পেট, পাপোশ, শতরঞ্জি ধুয়ে নিতে হবে। এতে করে ধুলাবালি ঘরে আটকিয়ে থাকতে পারবে না, স্বাস্থ্যও রক্ষা হবে।
৫. সহজ আসবাবপত্র
বেশি কারুকাজ করা আসবাবে ধুলাবালি বেশি জমে। তাই ঘরের জন্য এমন আসবাব বাছাই করতে হবে, যাতে বেশি কারুকাজ না থাকে এবং ধুলা পড়লে সহজে মুছে ফেলা যায়। এছাড়া পুরোনো এবং অব্যবহৃত আসবাব সরিয়ে ফেলতে হবে। এতে ঘরের ময়লা পরিষ্কার করা সহজ হবে।
সূত্র: ইন্ডনেক্সা ডটকম
- আরও পড়ুন
- ঘরকে প্রকৃতিক ছোঁয়া দিন বেতের পণ্যে, যেখানে পাবেন
- মাটির জিনিসের শৌখিন হলে ঢাকার যেখানে যাবেন
এসএকেওয়াই/এএমপি/এএসএম