ঘরে ঝুলছিল বিচারকের স্ত্রীর লাশ

2 months ago 6
রাঙামাটিতে বাসা থেকে বিচারকের স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০১ জুলাই) সন্ধ্যায় শহরের আলম ডকইয়ার্ডের ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। জানা গেছে, মৃত মুহাইমিনা ইসলাম উর্মি রাঙামাটির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়হান চৌধুরীর স্ত্রী। স্থানীয়রা জানিয়েছেন, আলম ডক ইয়ার্ডের একটি ভবনের ছয় তলার একটি ফ্ল্যাটে স্ত্রী, দুই শিশুসন্তান ও মাকে নিয়ে ভাড়া থাকতেন রাঙামাটির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়হান চৌধুরী। সন্ধ্যায় হঠাৎ পুলিশের গাড়ি দেখে খোঁজ নিয়ে তারা জানতে পারেন বিচারকের স্ত্রী আত্মহত্যা করছেন। রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহ থেকে আত্মহত্যার পথ বেছে নিতে পারে উর্মি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, বনরূপা আলম ডকইয়ার্ড এলাকায় ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
Read Entire Article