বন্য প্রাণী হিসেবে ভালুককে ভয় পায় না এমন মানুষ পাওয়া বিরল। কিন্তু যদি কেউ ঘরে ঢুকে দেখেন সেই ভালুক ঘরে আরাম করে শুয়ে আছে, তাহলে কেমন বোধ হবে?
সম্প্রতি এমন চাঞ্চল্যকর ঘটনাটিই ঘটেছে জাপানের তুষারাচ্ছাদিত ফুকুশিমা অঞ্চলের কিটাকাটা শহরে। সংবাদমাধ্যম দ্য জাপান নিউজ এক প্রতিবেদনে এই তথ্যটি জানিয়েছে। প্রতিবদেনটিতে জানানো হয়, ৬০ বছরের ওই ব্যক্তি সোমবার স্থানীয় সময় ৬টা নাগাদ ঘরে ঢুকে দেখেন তার বসার ঘরে নিচু টেবিলের ওপর একটি ভালুক শুয়ে আছে।
ওই টেবিলের নিচে হিটিং ব্যবস্থা চালু ছিল। সেখানে ছিল কম্বলও। এ সময় তিনি ভয়ে তার প্রতিবেশীর ঘরে আশ্রয় নেন। সেখান থেকে তিনি পুলিশকে ফোন দেন।
প্রায় ১ ঘণ্টা পর তিনি পুলিশের সঙ্গে বাড়িতে ফিরে দেখেন তার ঘরের সব খাবার ছড়িয়ে-ছিটিয়ে আছে। জানা যায়, ওই ভালুক লম্বায় প্রায় ৩ ফুট। এ ঘটনার পর পুলিশ ওই এলাকার আশপাশের বাড়ির বাসিন্দাদের বাড়ি খালি করে অন্যত্র আশ্রয় নিতে অথবা দরজা ভালোভাবে বন্ধ করে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে।
তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি। জাপানের সংবাদমাধ্যম জানায়, মঙ্গলবার দিনের মধ্যভাগ পর্যন্ত ভালুকটি বাড়ির অভ্যন্তরে ছিল। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত তুষারপাতের ফলে আশ্রয়ের জন্যই ভালুকটি ঘরে ঢুকেছিল।