কোথাও সাক্ষর করতে হাত বাড়িয়েছেন কলম নিতে। হলুদ হাত, অপরিচ্ছন্ন নখে নিজেই বিব্রত হচ্ছেন হয়তো। পায়ের মৃত চামড়া জমা হতে হতে শক্ত স্তর হয়ে গেছে। সুন্দর স্যান্ডেলে পা দেখতে খুব ভালো লাগছে না। হাত ও পা আমাদের শরীরের অন্যতম দৃশ্যমান অংশ। দৈনন্দিন কাজে সবচেয়ে বেশি ব্যবহার হয় এগুলো। তাই সঠিক যত্ন না নিলে ত্বক শুষ্ক হয়ে যায়, নখ দুর্বল হয়, ময়লা জমে ইনফেকশনের ঝুঁকি বাড়ে। এসব ঝক্কি সামলাতে মাসে অন্তত একবার... বিস্তারিত