ঘরের মাঠে অভিষেকেই গোল করে যা বললেন হামজা

2 months ago 70
ঘরের মাঠে বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচেই গোল করে দেশের ফুটবলপ্রেমীদের মন জয় করে নিয়েছেন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই মিডফিল্ডার ঢাকার গ্যালারি ভরা দর্শকের সামনে গোল করার পর আবেগে আপ্লুত। ম্যাচ শেষে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হামজা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। ঘরের মাঠে অভিষেকে গোল করতে পেরে গর্বিত। সামনে বড় ম্যাচের আগে ছেলেরা দুর্দান্ত পারফর্ম করেছে। এত হৃদয়গ্রাহী অভ্যর্থনার জন্য সবাইকে অন্তরের গভীর থেকে ধন্যবাদ। ইনশাআল্লাহ, মঙ্গলবার রাতে আবার দেখা হবে!’ ব্রিটিশ-বাংলাদেশি এই ফুটবলার নিজের শিকড়ের দেশকে প্রতিনিধিত্ব করতে গর্বিত বলেই মনে করছেন সমর্থকেরা। জাতীয় দলের জার্সিতে এটি ছিল তার দ্বিতীয় ম্যাচ। মাঠে নামার পর থেকেই গ্যালারিতে ‘হামজা হামজা’ ধ্বনি ওঠে। বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন নিয়ে আসা হামজার এমন শুরু নতুন ইতিহাস রচনা করল লাল-সবুজ ফুটবলে। এবার সবার চোখ আগামী মঙ্গলবারের (১০ জুন) এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে, যেখানে আরও একবার দেখা যাবে এই মধ্যমাঠের যোদ্ধাকে।
Read Entire Article