ঘরের মাঠে হামজা চৌধুরীর অভিষেক নিয়ে উচ্ছ্বসিত আজাদ মজুমদার

5 months ago 26

দীর্ঘদিন পর ফুটবল ফিরছে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। আগামী ১০ জুন ঘরের মাঠে অভিষেক হবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরীর। একই সঙ্গে অভিষেক হবে কানাডা প্রবাসী ফুটবলার শামিত সোমের।

বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। মঙ্গলবার (১৩ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

ফেসবুক পোস্টে আবুল কালাম আজাদ মজুমদার লেখেন, ‘হামজা চৌধুরীর আগামী মাসে সিঙ্গাপুরের বিপক্ষে সম্ভাব্য হোম ডেবিউটি হতে পারে খুবই বিশেষ একটি মুহূর্ত। শুধু তার জন্য নয়, বরং আরেকজন সুপারস্টারের জন্যও, যিনি এরই মধ্যে তার ক্যারিশমাটিক ব্যক্তিত্ব দিয়ে আমাদের গর্বিত করেছেন। আমি তো এখনই রোমাঞ্চিত!’

এমইউ/কেএসআর

Read Entire Article