ঘাতক ট্রাক কেড়ে নিল তিনটি প্রাণ

2 weeks ago 9
নওগাঁর মান্দায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।  মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দেলুয়াবাড়ী-চৌবাড়ীয়াহাট আঞ্চলিক সড়কের বাঁকাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার মহাদেবপুর উপজেলার ফাজিলপুর গ্রামের মাজেদ আলীর ছেলে শাকিল হোসেন, কালুশহর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে জাহিদুল ইসলাম এবং মান্দা থানার সতিহাট এলাকার বাসিন্দা নুর আলম। থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শাকিল হোসেন পেশায় একজন রংমিস্ত্রী। প্রতিদিনের মতো কাজ শেষ করে চৌবাড়িয়াহাট এলাকা থেকে তারা তিনজন বাসায় ফিরছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে দ্রতগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের। এতে মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শাকিল হোসেনের মৃত্যু হয় এবং তার সঙ্গে থাকা অপর দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়ার পর জাহিদুল ইসলাম ও নুর আলম মারা যান। মান্দা থানার ওসি মো. মুনছুর রহমান কালবেলাকে বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
Read Entire Article