ঘুম থেকে উঠে দেখি সাড়া বাংলাদেশ ভাইরাল: সমু চৌধুরী

3 months ago 45

নববইয়ের জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরী। নিজের মতো করে জীবন উপভোগ করে যাচ্ছেন। মন যখন যেখানে চায় সেখানেই চলে যান তিনি। পরিচিত, অপরিচিতদের সঙ্গে জমিয়ে দেন আড্ডা। এতেই শান্তি পান শক্তিমান এই অভিনতো।

এদিকে আজ (১২ জুন) দুপুরে সমু চৌধুরীর একটি ছবি ভাইরাল হয়। যেখানে দেখা যায় ময়মনসিংহের গফরগাঁওয়ে মুখী শাহ্ মিসকিন মাজারের পাশে, রাস্তার ধারে একটি বটগাছের নিচে নিঃসঙ্গভাবে শুয়ে আছেন তিনি। যেই ছবি সেখানকার কোনো একজন মোবাইল ফোনে ধারণ করে সামাজিকমাধ্যমে ছেড়ে দেয়। এরপরের ঘটনার জন্য এই অভিনেতাকে থানা পর্যন্ত নিয়ে যায়। যা নিয়ে সমু চৌধুরী বলেন, ‘আমি এখানে এক কাপড়ে এসেছি। কাপড় ধুয়ে দেওয়ার পর, আমার কাছে অন্য কোনও পোশাক ছিল না। তাই আমি গামছা পড়ে বটগাছের নিচে শুয়েছিলাম। উঠে দেখি সাড়া বাংলাদেশ ভাইরাল। পুলিশ এসে নিয়ে গেছে, আমাকে নাকি ঢাকা পাঠাবে। পরে কথা বললাম। তারা বুঝতে পারলেন, সবই ঠিক আছে।’

এসময় এতো অল্প সময়ে সবাই যেভাবে তার প্রতি ভালোবাসা দেখিয়েছে, খোঁজ নিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।                

Read Entire Article