হবিগঞ্জের মাধবপুরে ঘুম থেকে তুলে নিয়ে ব্যবসায়ী জিলু রহমানকে (৫৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই জাহাঙ্গীর মিয়াকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৫ মে) গভীর রাতে উপজেলার ধর্মনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিলু রহমান ওই গ্রামের মৃত আলী মিয়ার ছেলে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর ঘাতক জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে নিহতের স্ত্রী সাহেদা বেগম জাহাঙ্গীরকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, রোববার রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে ছিলেন জিলু রহমান। রাত ১টার দিকে বিস্কুট কেনার কথা বলে প্রতিবেশী জাহাঙ্গীর মিয়া তাকে ঘুম থেকে ডেকে তুলে এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
খবর পেয়ে বাড়ির একটি পরিত্যক্ত টয়লেটে লুকিয়ে থাকা জাহাঙ্গীর মিয়াকে গ্রেফতার করে পুলিশ। কিছুদিন আগে জাহাঙ্গীরের নামে একটি মামলায় আদালতে সাক্ষ্য দেন জিলু রহমান। এরপর থেকেই তার ওপর ক্ষিপ্ত ছিলেন জাহাঙ্গীর।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/জেডএইচ/এএসএম