ঘুমধুম সীমান্তে কুড়িয়ে পাওয়া সেই মর্টার শেল নিষ্ক্রিয় 

1 month ago 31
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোঁড়া অবিস্ফোরিত মর্টার শেলটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে সামরিক বাহিনীর বোম ডিসপোজাল টিম। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে ঘুমধুম ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ তমব্রু বিওপির সামনে খালের পাশে নিরাপদ স্থানে মর্টার শেলটি নিষ্ক্রিয় করা হয়। জানা গেছে, রামু ক্যান্টনমেন্টের কর্মরত ক্যাপ্টেন জিন্নাত আলমের নেতৃত্বে একটি বোম ডিসপোজাল টিম জনসাধারণের নিরাপদ দূরত্বে সেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে।  ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাফর ইকবাল জানান, সেনা সদস্যের বোম ডিসপোজাল টিম নিখুঁতভাবে মর্টার শেলটি জনবসতির দূরত্বে সরিয়ে সফলভাবে বিস্ফোরণ ঘটিয়েছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান এই কর্মকর্তা।  
Read Entire Article