ঘুমন্ত স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা, স্বামী আটক

1 month ago 18

সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে ঘুমন্ত স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

রোববার (১ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আহমদাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাকিবা বিবি (২২) গৌরারং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. আছান নবীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, রোববার সকালে পারিবারিক কলহের জের ধরে রাকিবা বিবিকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন সাইদী চৌধুরী। এরপর দুপুরেও তার কোনো শব্দ না পেয়ে ঘরে ঢুকে এলাকাবাসী ঘর এলোমেলো দেখেন।

এসময় তাৎক্ষণিকভাবে রাকিবা বিবিকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে নিহতের স্বামী সাইদী চৌধুরীকে আটক করে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জাগো নিউজকে বলেন, রাকিবা বিবি হত্যার ঘটনায় তার স্বামীকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি বালিশ চাপা দিয়ে হত্যার কথা স্বীকার করেছেন।

লিপসন আহমেদ/জেডএইচ/জিকেএস

Read Entire Article