ঘুরতে গিয়ে বাঙালি নদীতে ডুবে শিশুর মৃত্যু

6 days ago 13

বগুড়ার শেরপুরে ভাইরাল মিনি জাফলং খ্যাত বাঙালি নদীতে ঘুরতে এসে সাদাত হোসেন (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) সকাল ৮টায় উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা ব্রিজের নিচে নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদাত জেলার ধুনট উপজেলার বিলচাপরি গ্রামের ইকবাল হোসেনের ছেলে। সে পাশের গ্রামে সূত্রাপুরে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সকালে শিশুটিকে নিয়ে তার নানা ভাইরাল মিনি জাফলং নামে খ্যাত বাঙালি নদীতে বেড়াতে আসেন। অন্যান্য শিশুদের সঙ্গে নদীতে নামে নিহত সাদাত। এসময় ব্রিজের নিচে অল্প পানিতে গোসল করার সময় পা পিছলে পড়ে গেলে নদীর স্রোতে ভেসে গভীরে চলে যায়।

তিনি আরও বলেন, পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা পর শিশুটিকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্প্রতি বাঙালি নদীর কিছু অংশ সংস্কারের ফলে স্বচ্ছ পানির প্রবাহ সৃষ্টি হয়েছে। নদীর তলদেশে বালুর স্তর ও ছোট পাথর জমে থাকায় দেখতে অনেকটা সিলেটের জাফলংয়ের মতো। ফলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আশপাশের জেলা থেকেও পর্যটকরা এখানে ছুটে আসছেন।

জায়গাটিকে ঘিরে বাড়তি নিরাপত্তার বিষয়ে ওসি জানান, ঈদের ছুটির কারণে পুলিশের সংখ্যা অনেক কম। স্থানীয় চেয়ারম্যানের সঙ্গে কথা বলে কিছু গ্রামপুলিশ পাঠানো হয়েছে। অতিরিক্ত পুলিশও পাঠানো হয়েছে। ঝুঁকিপূর্ণ জায়গাটি আমরা চিহ্নিত করার ব্যবস্থা করছি।

এমএন/এএসএম

Read Entire Article