ঘুষ-দুর্নীতির অভিযোগ আর শুনতে চাই না : আসিফ মাহমুদ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিগত দিনে উত্তরবঙ্গের জেলাগুলো অবহেলিত ছিল। বর্তমান সরকার এসব জেলা-উপজেলাগুলোতে উন্নয়ন কার্যক্রম করবে। সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন- ঘুষ, দুর্নীতি করেছেন এমন অভিযোগ আর শুনতে চাই না।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে নীলফামারীর জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে শীতার্তদের মধ্যে ৩ হাজার শীতবস্ত্র বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এসময় উপদেষ্টা আসিফ বলেন, আমি উত্তরবঙ্গের মানুষের দুঃখ-দুর্দশার কথা শুনতে এখানে এসেছি। শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ একটা বাহানা মাত্র। এই সরকারের ক্লিয়ার কথা হচ্ছে, আমরা সংস্কারগুলো করবো, কমিশনগুলো উপস্থাপনা দেবে।
পরে তিনি উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং জলঢাকা উপজেলার সৈন্যাসীর ব্রিজ ও বুড়িতিস্তার মনছারের ঘাট পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ও জাতীয় নাগরিক কমিটির সংগঠক সমন্বয়ক আবু সাঈদ লিয়ন, সহ-সমন্বয়ক রেদওয়ান আহমেদ, নীলফামারী জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অম্লান হোসেনসহ জলঢাকা উপজেলার আহসান হাবিব রক্সি, সাবাব তানজিম, নেওয়াজ নিশান, সাব্বির আহমেদ প্রমুখ।