ঘূর্ণিঝড় রিমাল: বিদ্যুৎ ফিরে পেয়েছেন ৯৭ শতাংশ গ্রাহক

3 months ago 52

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) ৯৭ শতাংশ এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) শতভাগ গ্রাহক বিদ্যুৎ সংযোগ ফিরে পেয়েছেন৷

বৃহস্পতিবার (৩০ মে) বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে৷

মন্ত্রণালয় জানায়, আজ দুপুর ১২টা পর্যন্ত পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া ৩ কোটি ৩ লাখ ৯ হাজার ৭০২ গ্রাহকের মধ্যে ২ কোটি ৯৩ লাখ ৮৭ হাজার ২০৭ জন গ্রাহককে অর্থাৎ ৯৭ শতাংশ গ্রাহককে পুনরায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে৷ অবশিষ্ট ৯ লাখ ২২ হাজার ৪৯৫ জন গ্রাহক এখনো বিদ্যুৎ সংযোগ ফিরে পাননি৷

আরও পড়ুন

তবে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ৯৯ শতাংশ গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হবে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। বাকি ১ শতাংশ গ্রাহকের সার্ভিস ড্রপ ও মিটার নিয়ে প্রত্যন্ত অঞ্চলের বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে হবে। চ্যালেঞ্জ মোকাবিলায় যথাসম্ভব দ্রুততার সঙ্গে সংযোগ দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া ঘূর্ণিঝড়ে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া শতভাগ গ্রাহককে ফের বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে৷

প্রাথমিক তথ্যানুসারে, ঘূর্ণিঝড় রিমালে সারাদেশে ১০৩ কোটি ৩৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়৷

এনএস/এমকেআর/জিকেএস

Read Entire Article