ঘূর্ণিঝড় রিমালে ৭৪৮২ কোটি টাকার ক্ষতি

3 months ago 36

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সারাদেশের টাকার অঙ্কে ক্ষয়ক্ষতির পরিমাণ সাত হাজার ৪৮১ কোটি ৮৩ লাখ টাকা বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।

রোববার (২৩ জুন) সংসদে সাতক্ষীরা-৪ আসনের এস এম আতাউল হকের এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

দুর্যোগ প্রতিমন্ত্রী মহিববুর রহমান জানান, সম্প্রতি ঘূর্ণিঝড় রিমেল বাংলাদেশের উপকূলে আঘাত হানে এর ফলে দেশের উপকূলীয় এলাকায় মৃতের সংখ্যা ২০ জন, ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা ৩ লাখ ৮৩ হাজার ৮১৭ লাখ ৮৩ হাজার ৮১৭ টাকা। মোট ক্ষতি ৭ হাজার ৪ শত ৮১ কোটি ৮৩ লাখ টাকা।

তিনি জানান, দুর্যোগ মোকাবিলায় ত্রাণ কাজে নগদে ৫ কোটি ৭৫ লাখ টাকা, ত্রাণ কার্য (চাল) ৫ হাজার ৫০০ মেট্রিক টন, শুকনা ও অন্যান্য খাবার ১১ হাজার ৫০০ বস্তা-ব্যাগ, শিশু খাদ্য দুই কোটি ৪৫ লাখ টাকা, গো-খাদ্য ২ কোটি ৪৫ লাখ টাকা, ঢেউটিন ৩০০ বান্ডিল, গৃহ মঞ্জুরি বাবদ নয় লাখ টাকা।

আইএইচআর/জেএইচ/জিকেএস

Read Entire Article