চকরিয়ায় ট্রলিতে পিকআপের ধাক্কা, নিহত ২

8 hours ago 5

কক্সবাজারের চকরিয়ায় পিকআপের ধাক্কায় ট্রলিতে থাকা ডেকোরেশনের দুই কর্মী নিহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টার দিকে উপজেলার কোনাখালী ইউনিয়নের মরংঘোনা সেতু সংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মেহেরনামা এলাকার মোহাম্মদ হারুন রশীদের ছেলে মোহাম্মদ রুবেল (২৮) ও একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিলহাচুরার মোহাম্মদ মহিউদ্দিনের ছেলে মোহাম্মদ সেলিম (২২)।

স্থানীয়রা জানায়, কোনাখালী এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে ট্রলিতে ডেকোরেশনের মালামাল নিয়ে ফিরছিলেন রুবেল ও সেলিম। মরংঘোনা সেতুসংলগ্ন এলাকায় পৌঁছালে মহেশখালী থেকে পেকুয়ামুখী পানবোঝাই একটি পিকআপ ভ্যান ট্রলিটিকে ধাক্কা দেয়। এতে ট্রলিতে থাকা দুজন ঘটনাস্থলে নিহত হন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, দুজনের মরদেহ শনিবার সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর পিকআপ নিয়ে চালক পালিয়েছেন।

সায়ীদ আলমগীর/আরএইচ/এএসএম

Read Entire Article