চটলেন শহিদ পত্নী
আকাশে যখন আতসবাজির রঙিন আলো, তখন দিল্লির বাতাস হয়ে পড়ছে বিষাক্ত। ধোঁয়া আর শব্দের এই দৌরাত্ম্যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে শহরবাসীর ও অবলা প্রাণীদের। আর ঠিক এই সময়েই বলিউড তারকা শহিদ কাপুরের স্ত্রী মীরা কাপুর বায়ুদূষণ আর শিশু স্বাস্থ্য নিয়ে প্রকাশ করলেন তার তীব্র উদ্বেগ।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই গভীর রাত পর্যন্ত চলেছে বাজি ফোটানোর মহা উৎসব।
ফলে বুধবার সকাল ৭টা পর্যন্ত দিল্লির বাতাসের গড় গুণমান সূচক ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক বোর্ড এর ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী ৩৪৫, যা খুব খারাপ শ্রেণিতে পড়ে।
আর তাতেই যেন উদ্বেগ বেড়েছে এই তারকা পত্নীর। এ বিষয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে একটি পোস্টও লিখেছেন মীরা।
প্রকাশিত সেই পোস্টে তিনি লিখেছেন, ‘কেন এখনো বাজি পোড়াচ্ছেন? আপনারা এখানে বাচ্চাদের খুশির দোহাই দেবেন না। আর এর আড়ালে বাজি পোড়ানোকে খুব স্বাভাবিক বিষয়ে পরিণত করবেন না। এটা কোনো রীতিও নয় কিন্তু। আপনাদের শিক্ষা, পয়সা সব থাকতেও আপনাদের ন্যূনতম বুদ্ধি নেই, দেখেও খারাপ লাগে।'
এদিকে বাতাসে গুণগত মান নিয়ে মীরা আরও লেখেন, ‘দয়া করে বাচ্চাগুলোক শ্বাস-প্রশ্বাস নিতে দিন’।

2 weeks ago
11








English (US) ·