চট্টগ্রাম অঞ্চলে আরও তিনদিন বৃষ্টি হতে পারে

2 months ago 19

দেশে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। গত এক সপ্তাহের বেশি সময় ধরে লাগাতার বৃষ্টি ও উজানের পানিতে দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আগামী তিনদিন দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২৪ আগস্ট) আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শনিবার থেকে আগামী সোমবার পর্যন্ত চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আরও পড়ুন

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, আপাতত কয়েকদিন অতিভারী বৃষ্টির আভাস নেই। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আগামী মাসের শুরু থেকে বৃষ্টিপাত কমে যেতে পারে।

গতকাল শুক্রবার দেশে সর্বোচ্চ ৬১ মিলিমিটার বৃষ্টি হয়েছে পাবনার ঈশ্বরদীতে। এদিন কুমিল্লা ও চট্টগ্রামে সামান্য বৃষ্টি হয়েছে। নোয়াখালীতে বৃষ্টি হয়েছে ১০ মিলিমিটার।

আরএএস/কেএসআর/এমএস

Read Entire Article