চট্টগ্রাম অঞ্চলে ভারী বৃষ্টির আভাস

1 month ago 32

মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় হওয়ায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টি বেড়েছে। আজও চট্টগ্রাম অঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

সংস্থাটি জানিয়েছে, আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দেশের ৫ বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। বাকী ৩ বিভাগে কম বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন:

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, আজ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

তিনি আরও জানিয়েছেন, বৃষ্টির পূর্ভাবাস থাকলেও সারাদেশে গরমের একটা প্রভাব থাকবে। আজ ঢাকা, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নারায়নগঞ্জ, রাজশাহী, বগুড়া, সিরাজগঞ্জ, নীলফামারী, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলাসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

জানা গেছে, বৃহস্পতিবার দেশে সর্বোচ্চ ৩৭৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারে। সর্বোচ্চ ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল ময়মনসিংহ জেলায়।

আরএএস/এসএনআর/এমএস

Read Entire Article