চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে চার লেনে উন্নীত করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে মহাসড়কের পটিয়ার কমল মুন্সিরহাট এলাকায় এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। বাংলাদেশ জামায়াত ইসলামী পটিয়া উপজেলার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, অনিয়ন্ত্রিত গাড়ি চলাচল রোধ, লবণবাহী ট্রাক চলাচল বন্ধ করে বিকল্প ব্যবস্থাপনায় যেন নৌপথে পরিবহন করা, মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকগুলো সোজা করার দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক বিভিন্ন সময়ে চার লেনে উন্নীতকরণের দাবি থাকলেও আমলে নেয়নি বিগত সরকারগুলো। এবার মহাসড়ক চার লেনে উন্নীতকরণের দাবিতে এ মানববন্ধন করেছে পটিয়া উপজেলা জামায়াতে ইসলামী।
এ সময় বক্তব্য দেন পটিয়া উপজেলা জামায়াতের আমির জসিম উদ্দীন, পৌরসভা জামায়াতের আমির সেলিম উদ্দীন, উপজেলা জামায়াতের এসিস্টেন্ট সেক্রেটারি নজরুল ইসলাম, কচুয়াই উন্নয়ন ফোরামের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন পৌরসভা জামায়াতের সেক্রেটারি রাশেদুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট বোরহান উদ্দীন, তসলিম উদ্দীন, পৌরসভা কর্মপরিষদ সদস্য আবুল কাশেম, দেলোয়ার হোসেন প্রমুখ।
এমডিআইএইচ/এমআরএম/এমএস