চট্টগ্রাম টাইগার্স ও ডিসেন্ট বয়েজের জয়জয়কার
সুরক্ষিত ১০০ বল অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় দিনে লিগ পর্যায়ে সোমবার (১৮ নভেম্বর) দুটি উত্তেজনাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়। দুটির একটিতে জয় পেয়েছে চট্টগ্রাম টাইগার্স ও আরেকটিতে পেয়েছে ডিসেন্ট বয়েজ।
চট্টগ্রাম টাইগার্স বনাম ডিসেন্ট বয়েজ ক্রিকেট একাডেমি
লেকপরী স্পোর্টস গ্রাউন্ডে প্রথম ম্যাচে চট্টগ্রাম টাইগার্স ডেসেন্ট বয়েজ ক্রিকেট একাডেমিকে ১৩৭ রানের বড় ব্যবধানে পরাজিত করে। টাইগার্স টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত ১০০ বলে ১৮৬ রান সংগ্রহ করে। সুহাদ ইলাহিন ৭৯ রান (৪৩ বলে, ৭ চার ও ৫ ছক্কা) করে টাইগার্সের ইনিংসের মেরুদণ্ড হিসেবে কাজ করেন।
ডিসেন্ট বয়েজ ব্যাট করতে নেমে টাইগার্সের বোলারদের তোপের মুখে পড়ে মাত্র ৭২ বলে ৪৯ রানে অলআউট হয়। জুনায়েদ ২০ বলে ১১ রানে ৪ উইকেট নিয়ে টাইগার্সের জয় নিশ্চিত করেন।
ডিসেন্ট বয়েজ ক্রিকেট একাডেমি বনাম চট্টগ্রাম রয়্যালস
বাকি ম্যাচগুলোর চেয়ে অবশ্য দ্বিতীয় ম্যাচে বেশ লড়াই হয়েছে যেখানে জয় পেয়েছে ডিসেন্ট বয়েজ। ১০ রানের জয় তুলে নেয় তারা চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে। ডিসেন্ট বয়েজ প্রথমে ব্যাট করে ১০০ বলে ১২৮ রান তোলে। আশরাফুল ইসলাম জেহাদ ৬৩ রান (৪৪ বলে, ৬ চার ও ৪ ছক্কা) করে দলের সেরা স্কোরার হন।
রয়্যালস ১০০ বলে ৫ উইকেটে ১১৮ রানেই থেমে যায়। রয়্যালসের হয়ে আশরাফুল ইসলাম জেহাদ ৬৩ রান করলেও দলের জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। ডিসেন্ট বয়েজের ফাই ফাহিম এবং আশরাফুল ইসলাম বল হাতে দুটি করে উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখেন।
এই টুর্নামেন্টে তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের নৈপুণ্য দেখানোর সুযোগ তৈরি করেছে, যা ভবিষ্যতে দেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।