চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে তারেক রহমানের দ্বিতীয় দফা প্রচার
সিলেটের পর রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের দ্বিতীয় পর্যায়ের নির্বাচনী প্রচার।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে গুলশানে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারপারসনের উপদেষ্টা মাহদী আমিন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তারেক রহমান শনিবার রাত ৭টা ৩৫ মিনিটে ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন। চট্টগ্রামে পৌঁছে তিনি সেখানেই রাত্রিযাপন করবেন।
মাহদী আমিন জানান, রোববার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের একটি হোটেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীকে নিয়ে ‘ইউথ পলিসি টক’-এ অংশ নেবেন তারেক রহমান। সেখানে শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, স্বাস্থ্য, নারী ক্ষমতায়ন ও পরিবেশসহ বিভিন্ন বিষয়ে বিএনপির নীতিমালা তুলে ধরবেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এরপর তিনি চট্টগ্রামের পোলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন।
তিনি আরও জানান, সমাবেশের পর পর্যায়ক্রমে ফেনী পাইলট স্কুল মাঠ, কুমিল্লার চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠ, সুয়াগাজীর ডিগবাজি খেলার মাঠ, দাউ
সিলেটের পর রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের দ্বিতীয় পর্যায়ের নির্বাচনী প্রচার।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে গুলশানে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারপারসনের উপদেষ্টা মাহদী আমিন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তারেক রহমান শনিবার রাত ৭টা ৩৫ মিনিটে ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন। চট্টগ্রামে পৌঁছে তিনি সেখানেই রাত্রিযাপন করবেন।
মাহদী আমিন জানান, রোববার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের একটি হোটেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীকে নিয়ে ‘ইউথ পলিসি টক’-এ অংশ নেবেন তারেক রহমান। সেখানে শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, স্বাস্থ্য, নারী ক্ষমতায়ন ও পরিবেশসহ বিভিন্ন বিষয়ে বিএনপির নীতিমালা তুলে ধরবেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এরপর তিনি চট্টগ্রামের পোলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন।
তিনি আরও জানান, সমাবেশের পর পর্যায়ক্রমে ফেনী পাইলট স্কুল মাঠ, কুমিল্লার চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠ, সুয়াগাজীর ডিগবাজি খেলার মাঠ, দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এবং নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে নির্বাচনী সমাবেশে অংশ নেবেন।
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলেন, সিলেট সফরের মতো চট্টগ্রাম সফরেও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্যাগী নেতারা তারেক রহমানের সফরসঙ্গী হবেন।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে তারেক রহমান নির্বাচনী প্রচার শুরু করেন। ওই দিন সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জসহ ৭টি নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন তিনি।