চট্টগ্রামে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় মো. সাইফুল ইসলাম ও মো জিয়াউর রহমান নামে দুই মাদক কারবারিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (২ জুন) চট্টগ্রাম অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সরওয়ার আলম এ রায় দেন। একই রায়ে দুই আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
মামলার অভিযোগপত্রে পাওয়া আসামি মো. সারোয়ারকে খালাস দেন। দণ্ডিত জিয়াউর রহমান কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন নয়াপাড়া গ্রামের আহাম্মদ উল্লাহর ছেলে এবং সাইফুল ইসলাম একই থানার হ্নীলা পশ্চিম পানখালী গ্রামের আবদুল মতলবের ছেলে।
রায়ের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।
মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৭ আগস্ট চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া শিকলবাহা ক্রসিং এলাকা থেকে ৭ হাজার পিস ইয়াবাসহ ট্রাকচালক সাইফুল এবং হেলপার জিয়াউর রহমানকে গ্রেফতার করা হয়। এসময় ইয়াবা বহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়। এ ঘটনায় পটিয়া থানায় মামলা হয়। পরে পুলিশ গ্রেফতার দুইজনসহ তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। মামলার বিচার চলাকালীন সময়ে জামিনে গিয়ে দুই আসামি পলাতক হন। রোববার আদালত মামলায় রায় ঘোষণা করেন।
চট্টগ্রাম জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, পটিয়া থানার এক মাদক মামলায় দুই আসামিকে দোষী সাব্যস্ত করে আদালত উভয়কে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় দুই আসামিই পলাতক ছিলেন। পাশাপাশি অভিযোগপত্রে পাওয়া সরোয়ার নামের আরেক আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেন। মামলায় ৭ জনের সাক্ষ্য নেওয়া হয় বলে জানান তিনি।
এমডিআইএইচ/জেএইচ/জিকেএস