চট্টগ্রাম নগরীর মুরাদপুর থেকে অক্সিজেন পর্যন্ত মাত্র তিন কিলোমিটার সড়ক। সম্প্রতি বৃষ্টিতে ব্যস্ততম এ সড়কটিতে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। বিশেষ করে, এ সড়কের বিবিরহাট, হামজারবাগ, সঙ্গীত, আতুরার ডিপো, রৌফবাদ এলাকার একাধিক স্থানের অবস্থা অত্যন্ত নাজুক পর্যায়ে ঠেকেছে। সামান্য বৃষ্টিতে গর্তগুলো রূপ নেয় ছোটখাটো ডোবায়। ইট দিয়ে কোনোরকমে ভরাট করলেও তা টেকে না। বৃষ্টি হলেই গাড়ির চাপে আবার ভাঙে। বছরের... বিস্তারিত