চট্টগ্রাম বন্দর লিজ দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী: সাইফুল হক

4 months ago 20

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার সিদ্ধান্ত হবে আত্মঘাতী ও অদূরদর্শী। অভিজ্ঞতার কথা বলে জাতীয় অর্থনীতির প্রধান লাইফলাইন চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না।

তিনি বলেন, দেশের নিরাপত্তার সঙ্গে যুক্ত প্রধান সমুদ্রবন্দর বিদেশি কোম্পানির তত্ত্বাবধানে দেওয়ার তৎপরতা জাতীয় স্বার্থের পরিপন্থি। এতবড় জাতীয় স্বার্থসংশ্লিষ্ট এককভাবে সিদ্ধান্ত নেওয়ারও কোনো এখতিয়ার নেই। দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ কোনো সরকার আমাদের প্রধান সমুদ্রবন্দরকে বিদেশিদের হাতে তুলে দিতে পারে না।

বৃহস্পতিবার (১৫ মে) রাজধানীর সেগুনবাগিচা কার্যালয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সভায় এসব কথা বলেন সাধারণ সম্পাদক সাইফুল হক।

তিনি বলেন, চট্টগ্রাম সমুদ্রবন্দর আমাদের অর্থনীতির প্রধান লাইফলাইন। এ বন্দরের সঙ্গে আমাদের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিষয়ে যুক্ত রয়েছে। এ গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বন্দর অভিজ্ঞতা ও দক্ষতার কথা বলে কোনোভাবেই বিদেশি কোম্পানির তত্ত্বাবধানে দিয়ে দিতে পারি না। শোনা যাচ্ছে, সরকার চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল আরব আমিরাতের ডিপি ওয়ার্লকে লিজ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সরকার এ পদক্ষেপ পুরোপুরি অনাকাঙ্ক্ষিত ও জাতীয় স্বার্থের পরিপন্থি।

সাইফুল হক বলেন, দেশের নিজস্ব অর্থায়নে চালু হওয়া দেশের বৃহত্তর এ কনটেইনার পোর্টটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে গত ১৭ বছর ধরে লাভজনকভাবে পরিচালিত হয়ে আসছে। এ টার্মিনালে বিশ্বের সর্বাধুনিক গ্যান্ট্রি ক্রেনসহ আধুনিক প্রযুক্তিও যুক্ত করা হয়েছে। প্রয়োজনে বন্দরের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আরও আধুনিক প্রযুক্তি আমদানি করারও সুযোগ রয়েছে। জাতীয় সক্ষমতা অর্জনের এ পথে না হেঁটে সরকার বন্দরে বিদেশ নির্ভরতার যে পথে হাঁটছে কোনোভাবেই তা মেনে নেওয়া যাবে না।

তিনি বলেন, আমরা নিশ্চয় উৎপাদনশীল বিনিয়োগের পক্ষে। কিন্তু যে বিনিয়োগ বা বন্দর ব্যবস্থাপনা জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে সে ধরনের যত চটকদারি হোক তা গ্রহণ করা যাবে না।

তিনি সরকারকে জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তায় ঝুঁকি সৃষ্টিকারী এ ধরনের সব তৎপরতা থেকে সরে আসতে উদাত্ত আহ্বান জানান।

সভায় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক উপস্থিত ছিলেন।

এসইউজে/এমএএইচ/জেআইএম

Read Entire Article