চট্টগ্রাম বয়েজের দুর্দান্ত জয়

14 hours ago 10
ঢাকার লেকপরী ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত সুরক্ষিত ১০০ বল অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে চট্টগ্রাম বয়েজ ৮৭ রানের বড় জয় তুলে নিয়েছে। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে চট্টগ্রাম বয়েজ ১৩৬ রানে ৮ উইকেট হারিয়ে নিজেদের ইনিংস শেষ করে। জবাবে সেভ বাংলাদেশ ক্রিকেট স্টারস ৮০ বলেই মাত্র ৪৯ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে অধিনায়ক এমএইচ তানজীর ২৪ বলে ৩৫ রান করেন। তার ইনিংসে ছিল ৩টি চার এবং ২টি ছক্কার মার। এছাড়া শোহেল ২৩ বলে ২৯ এবং মেহেদি ১৪ বলে ১৭ রান করে দলের স্কোরে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। মাত্র ৮০ বলে অলআউট হওয়া সেভ বাংলাদেশের পক্ষে একমাত্র উল্লেখযোগ্য অবদান ছিল আনাতের, যিনি ১১ বলে ১৭ রান করেন। দলের বাকি ব্যাটসম্যানরা কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। চট্টগ্রাম বয়েজের বোলার ফাইয়াজ এবং মেহরাব খান উভয়েই ৩টি করে উইকেট নেন। ফাইয়াজ ১৫ বলে মাত্র ৩ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন, যা সেভ বাংলাদেশের ব্যাটিং ধসিয়ে দেয়।
Read Entire Article