চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে নগরীর আগ্রাবাদ সাউথল্যান্ড শপিং সেন্টারের স্টার কিচেন রেস্তোরাঁ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ ও যুবলীগের পদধারীদের দেখা মেলেনি। আজ দুপুরে স্টার কিচেন রেস্তোরাঁয় খাবার খেতে ঢোকেন মহানগর যুবলীগ নেতা দেলোয়ার হোসেন খোকা। এ সময় বিএনপির কর্মীরা তাকে দেখতে পান। পরে টহল পুলিশকে খবর দিলে পুলিশ সেখানে উপস্থিত হয়।
ডবলমুরিং থানার ওসি কাজী রফিক আহাম্মদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আগ্রাবাদ থেকে মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ডবলমুরিং থানার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।