চট্টগ্রাম মোহামেডানের সভাপতি নির্বাচিত হলেন সরওয়ার আলম

1 month ago 33

চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোটিং ক্লাবের ব্লুজের সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ সরওয়ার আলম।

সম্প্রতি চট্টগ্রাম সদরঘাটস্থ কার্যালয়ে ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীমের সভাপতিত্বে ক্লাবের নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ সরওয়ার আলমকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়। তার নেতৃত্বে মোহামেডান ব্লুজ স্থানীয় ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন ক্লাব কর্মকর্তারা।

মোহাম্মদ সরওয়ার আলম সাবেক চসিক মেয়র মোহাম্মদ মনজুর আলমের ছেলে। এ ছাড়া তিনি ঐতিহ্যবাহী আলহাজ মোস্তফা ফাউন্ডেশন ও আলহাজ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টেরও পরিচালক। চট্টগ্রাম ক্রীড়াঙ্গনকে প্রসারিত করার জন্য মোস্তফা হাকিম গ্রুপের নিজস্ব অর্থায়নে সাগরপাড় কাট্টলীতে নির্মিত হয়েছে মোস্তফা হাকিম মিনি স্টিডিয়াম।

নির্বাচিত সভাপতি মোহাম্মদ সরওয়ার আলম সার্বিক সহযোগিতার মাধ্যমে ক্লাবের সাফল্য ধরে রাখার আশা ব্যক্ত করে কালবেলাকে তিনি বলেন, খেলাধুলায় মোহামেডান স্পোটিং ক্লাবের আগে যেই গৌরব-ঐতিহ্য ছিল তা যেন ফিরে আসে সেই চেষ্টা করব। এর পাশাপাশি সামনে যত খেলাধুলা হবে, সবগুলোতে মোহামেডান চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করব। খেলোয়াড়দের উঠে আসতে যা করণীয় সবকিছু আমি আন্তরিকভাবে করার চেষ্টা করব। 

Read Entire Article